Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ হাজার মামলা জরিমানা পৌনে ২২ লাখ

রাজধানীতে ট্রাফিক অভিযান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শুক্রবার দিনব্যাপী এ অভিযান চলে।
ট্রাফিক সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন যানবাহনে ৪ হাজার ৪৯৮টি মামলা ও ২১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখযোগ্য মামলার মধ্যে- হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১০২টি, হুটার ও বিকন লাইট ব্যবহারে ২টি, উল্টোপথে গাড়ি চালানোয় ৮৯৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ৯টি ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় চালকের বিরুদ্ধে ৯টি মামলা করা হয়। এ সময় ১ হাজার ৮২৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৮টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযানকালে ৩৫টি গাড়ি ডাম্পিং ও ৬০৩টি গাড়ি রেকার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ