Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাল্টাপাল্টি বিক্ষোভ ভেনেজুয়েলায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বহু মানুষ পানিসহ মৌলিক সেবা বঞ্চিত থাকার এক সপ্তাহের মধ্যে আবারও বিক্ষোভে উত্তাল হতে শুরু করেছে ভেনেজুয়েলা। শনিবার দেশব্যাপী সমর্থকদের মাদুরো বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইদো। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার এই বিক্ষোভের ডাক দেন ভেনেজুয়েলার বিরোধী সমর্থিত ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জুয়ান গুইদো। এর বিপরীতে শনিবার রাজধানী কারাকাসে সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ