মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজনৈতিক ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে আবারও রাস্তায় নেমে এসেছে আলজেরিয়ার হাজার হাজার নাগরিক। ব্যাপক বিক্ষোভ ঠেকাতে শুক্রবার রাজধানী আলজেরিসে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। তা সত্তে¡ও পূর্বাঞ্চলীয় কাবুস থেকে প্রায় ২০ কিলোমিটার হেঁটে এসে শহরের পোস্ট অফিসের সামনের বিক্ষোভে যোগ দেয় একদল বিক্ষোভকারী। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা পঞ্চম মেয়াদে নির্বাচনের লড়ার ঘোষণা দেওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি থেকে আলজেরিয়ায় বিক্ষোভ শুরু হয়। ব্যাপক বিক্ষোভের মুখে গত ৩ এপ্রিল পদত্যাগের ঘোষণা দেন তিনি। তা সত্তে¡ও শুক্রবার বিক্ষোভ অব্যাহত রাখা হয়। এখন বিক্ষোভকারীদের দাবি বুতেফলিকার মূল সহযোগীরা দায়িত্ব থেকে সরে যাক। বিশেষ করে আলজেরিয়ার ক্ষমতা কাঠামোর তিন শাখার শীর্ষ ব্যক্তিরা। তারা হলেন প্রধানমন্ত্রী, পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রধান এবং সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট। ‘মানুষ চায় তারা সবাই সরে যাক’ শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।