মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত কয়েক সপ্তাহে জাতিগত আরাকান আর্মির (এএ) সঙ্গে সেনাবাহিনীর লড়াই তীব্র হয়ে ওঠায় ২০,০০০-এর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো এই তথ্য দিয়েছে। ওই এলাকায় সেনাবাহিনী নির্বিচারে বেসামরিক জনগণের উপরও হামলা চালাচ্ছে বলে জাতিসংঘ মনে করছে। পাশাপাশি রাখাইন রাজ্যের সশস্ত্র যোদ্ধারাও সহিংসতা ঘটাচ্ছে। জাতিসংঘ এসব সহিংসতার নিন্দা করেছে। জাতিসংঘ জানায় যে তাদের কাছে বেসামরিক লোকজনকে হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেয়া, নির্বিচানে গ্রেফতার, অপহরণ ও অন্যান্য ধরনের নিপীড়ন চালানোর বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে। গত বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, মাঠে গরু চড়ানো ও ধান কাটার কাজে নিয়োজিত থাকা বেসামরিক লোকজনের উপর দুটি সামরিক হেলিকপ্টার গুলি বর্ষণ করে। এতে অন্তত সাতজন নিহত ও ১৮ জন আহত হয়ছে। মুখপাত্র বলেন, আগের বছরগুলোতে বেসামরিক লোকজনের বিরুদ্ধে যে অপারাধ করা হয়েছে সেগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন মিয়ানমার সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনাতে কাজ করছে, তখন তারা আবারো নিজেদের জনগণের উপর হামলা করছে, যা যুদ্ধাপরাধ। এই অপরাধ থেকে দায়মুক্তির পরিণতি হবে ভয়াবহ। সামদাসানি বলেন, চলতি সপ্তাহের হামলায় হতাহতদের সবাই রোহিঙ্গা মুসলমান। তবে রাখাইন ও প্রতিবেশি চিন রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর বেসামরিক লোকজনও গুলির লক্ষ্যবস্তু হচ্ছে। তিনি ভিওএ-কে বলেন, রাখাইনে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আরাকান আর্মি। গ্রুপটি মূলত রাজ্যের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত। তিনি জানান যে, এই গ্রুপ এবং তাদের ইস্যুগুলো রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় থেকে সম্পূর্ণ আলাদা। মুখপাত্র বলেন, আমি যতদূর জানি এই সশস্ত্র গ্রুপটি এক দশক আগে গঠিত হয়। সুশাসন, সংবিধানসহ নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে। তাদের অর্থনৈতিক ক্ষোভও রয়েছে- সেখানে সব ধরনের অন্যায়ের পেছনে সরকারের হাত রয়েছে। ফলে তারা বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সামদাসানি বলেন, একই অঞ্চলে বসবাস করলেও তাদের অভিযোগগুলো রোহিঙ্গা মুসলিমদের থেকে একেবারে আলাদা। রোহিঙ্গারা বহু দশক ধরে নিয়মতান্ত্রিকভাবে অবিচারের শিকার হয়ে আসছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্তর রাখাইন রাজ্যের সবখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে যুদ্ধরত গ্রুপগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দফতর। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।