Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে কংগ্রেস-আম আদমি পার্টির জোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দিল্লিতে বিজেপি ঠেকাতে লোকসভা নির্বাচনের ঠিক পাঁচদিন আগে পুরনো প্রতিপক্ষ আম আদমি পার্টির (এএপি) সঙ্গে জোট গঠন চূড়ান্ত করেছে কংগ্রেস। এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রাহুল গান্ধীর হাত মেলানো নিয়ে দীর্ঘদিন ধরেই যে জল্পনা চলছিল তাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে প্রার্থী দেবে আম আদমি পার্টি আর বাকি তিনটিতে কংগ্রেস। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত এএপি কিংবা কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে জোট গঠন প্রসঙ্গে কিছু বলা হয়নি। কংগ্রেস নেতা পি সি চাকো শুক্রবার জানান, রাহুল গান্ধী পুনেতে জনসভা শেষে দিল্লি ফেরার পরেই জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তাছাড়া হরিয়ানা রাজ্যেও দিল্লির ক্ষমতাসীন দল এএপি ও কংগ্রেসের জোট গঠন হবে বলে জানান তিনি। তবে পাঞ্জাবে জোট হবে কি-না সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও নয়াদিল্লি আসনে প্রার্থী দেবে কেজরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেসের প্রার্থী থাকবে চাঁদনি চক, পশ্চিম দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লির মধ্যে যে কোনও তিনটি কেন্দ্রে। কংগ্রেস নেতা পি সি চাকো বলেন, আজ দুই দলের মধ্যে জোট নিয়ে কোনও কথা হয়নি। তবে এর আগে রাহুল গান্ধী দিল্লি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের ডেকে পাঠিয়ে বৈঠক করেছিলেন। জোটের সিদ্ধান্তের ব্যাপারটি আমরা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওপরেই ছেড়ে দিয়েছি। নির্বাচনী প্রচার সেরে রাজধানীতে ফিরে তিনি সিদ্ধান্ত নিলেই আমরা জোটের কাজ শুরু করব। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ