Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতাইকুলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত, আহত ২

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৪:০৩ পিএম

পাবনার আতাইকুলা থানা এলাকার এক সময়ে আন্ডার ওয়ার্ল্ড হিসেবে পরিচিত তেলিগ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, তেলিগ্রামের ভেরপাড়ায় আব্দুস সামাদের সাথে পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাকের জমি নিয়ে বিরোধ-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আব্দুস সামাদকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছান,
এরপরই পাবনা সদর সার্কেলের অতিরিক্ত এএসপি ইবনে মিজান ঘটনাস্থলে আসেন। পুলিশরে সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ পায়নি, আব্দুস সামাদকে চিকিৎসার জন্য আত্মীয়-স্বজনরা দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে বলে ওসি জানান। পুলিশ পাবনা জেনারেল হাসপাতালে আব্দুস সামাদকে মৃত দেখতে পায়। চিকিৎসকের বরাত দিয়ে আতাইকুলা থানা ওসি জানান, আব্দুস সামাদকে পাবনা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মুত ঘোষণা করেন। পুলিশ লাশের ময়না তদন্তের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। ওসি আরও জানান, মারামারির সময় আব্দুস সামাদের ২ কন্যা ঠেকাতে গেলে প্রতিপক্ষরা তাদেরকে লাঠি-সোটা দিয়ে আহত করে। পরে অভিযান চালিয়ে আজির উদ্দিন ও জহুরুল নামের ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ