রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুরে বিজুল কামিল দারুল হুদা সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শেফাকে গত শনিবার দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৭ অপহরণকারীকে গণধোলাই দেয়া হয়েছে। এ ব্যাপারে ৭ জনকে আসামী করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে ওই ছাত্রীর পিতা মতিয়ার রহমান। উপজেলার পুঁটিমারা পরাণদীঘি এলাকায় গণধোলায়ের পর তাদের আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এ সময় অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল গ্রামের সাঈদ হোসেনের ছেলে ওমর ফারুক, নুরনবী, মির্জাপুর গ্রামের শাহাজানের ছেলে রায়হান কবির , রংপুর শহরের শালবাগান মিস্ত্রিপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে রাসেল মিয়া, একই এলাকার মৃত: শরিফুল ইসলামের ছেলে রংপুর কামারপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে কৌশিক আলম ও মাইক্রোবাস চালক মিঠাপুকুর উপজেলার শুকুরের হাটের মাহমুদ পাড়ার মৃত: বাবুলের ছেলে ছোটন। বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, দাখিল পরিক্ষার্থী ওই মেয়ে বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার সময় বিজুল মডেল হাই স্কুলের কাছে থেকে অপহরণকারীরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এই খবর পেয়ে ছাত্রীর বাবা মাইক্রোবাসটি আটকের জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে সহযোগিতা নেন। মাইক্রোবাস চালকসহ সাতজনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।