মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন উদারতা দেখিয়ে আবারো আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন। এবার তিনি এক নারীকে সহায়তা করেন। ওই নারী মুদি দোকানে প্রবেশ করে প্রয়োজনীয় সওদা করেন। এরপর তিনি দেখেন তার কাছে মানিব্যাগটি নেই।
এ সময় ওই নারীর সামনেই ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। জাসিন্ডা পরিস্থিতি বুঝতে পেরে সামনে থাকা নারীর সওদার সব টাকা পরিশোধ করেন। তবে ঘটনা নিশ্চিত করলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, একটি বিপণি বিতানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সামনে এক নারী সওদা করার পর যখন অর্থ পরিশোধ করতে যাচ্ছিলেন, তখন খেয়াল করলেন তার মানিব্যাগটি নেই।
খুদে বøগ টুইটারে হেলেন বারনেস নামে এক নারী বলেন, বিপণি বিতানে আমার বন্ধু কেনাকাটার পর দেখলেন তিনি মানিব্যাগ আনতে ভুলে গেছেন। তখন তার সঙ্গে থাকা দুই শিশু সন্তানও কান্নাকাটি করছিল। জাসিন্ডা সেটি খেয়াল করে দোকানের সব পাওনা মিটিয়ে দেন। পরে গণমাধ্যম থেকে যখন তাকে প্রশ্ন করা হয়, কেন তিনি ওই নারীকে অর্থ দিয়ে সহায়তা করলেন? জবাবে জাসিন্ডা বলেন, কারণ তিনি ছিলেন একজন মা।
প্রধানমন্ত্রী জাসিন্ডা ৩৮ বছর বয়সে গত বছরের ফেব্রæয়ারিতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় নেভ। তিনি হলেন পৃথিবীর দ্বিতীয় নারী, যিনি প্রধানমন্ত্রী থাকাকালে সন্তান জন্ম দিয়েছেন। পরে নিজের মেয়েকে সঙ্গে করে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিয়েছিলেন। সূত্র : ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।