যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার সা¤প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশটির সরকার রাষ্ট্রীয় সতর্কবার্তা ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে ও যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে লিবিয়া দূতাবাস পরামর্শ দিয়েছে। সে কারণে ত্রিপলি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও লিবিয়ার প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০৭, +২১৮৯১০০১৩৯৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।