Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৩-এ মঙ্গলেও মানুষ পাঠাবে নাসা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

২০২৪-এ চাঁদে ফের মানুষ পাঠাবে বলে আগেই জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা।
এর পাশাপাশি ২০৩৩-এর মধ্যে মঙ্গল গ্রহেও নভোশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা রেখেছেন নাসার বিজ্ঞানীরা। এই কথা জানালেন নাসার মুখ্য প্রশাসক জিম ব্রিডেনস্টাইন।
মঙ্গলে যা নাসা মানুষ পাঠাতে সক্ষম, তা আগে ফের চাঁদে নভশ্চর পাঠিয়ে প্রমাণ দেবে বলে জানিয়েছেন ব্রিডেনস্টাইন। এই প্রাক্তন রিপাবলিকানকে নাসার প্রশাসক পদে বহাল করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তবে এই ডেডলাইনের মধ্যে নাসা আদৌ কতটা তাদের কাজে সফল হবে, তা নিয়ে সন্দিহান অনেক মহাকাশ গবেষকই।
চাঁদে মানুষ পাঠানোর কাজে ইতিমধ্যেই নাসা অনেক দেরি করে ফেলেছে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলে তখনই মানুষ পাঠানো সম্ভব, যখন স‚র্যের যেদিকে পৃথিবী রয়েছে, সেদিকেই লাল গ্রহ অবস্থান করবে।
২০৩১ এবং ২০৩৩-এ এই অবস্থান থাকবে মঙ্গল গ্রহের। সেই কারণেই এই সময়টা বেছে নেওয়া হয়েছে। স‚ত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ