Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঘরের ওপর গাছ পড়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

সীতাকু-ের জঙ্গল ছলিমপুরে কালাপানিয়া এলাকার লোকমান ঘোনা পাহাড়ে একটি কাঁচাঘরের উপর গাছ চাপা পড়ে তার মা ও ছেলে দু’জন নিহত হয়েছে। নিহত মায়ের নাম কাজল বেগম (৫০) ও ছেলে মোঃ বেলাল প্রকাশ বাবু (১০)। তারা ওই এলাকার সবজি বিক্রেতা মোঃ রফিকের স্ত্রী ও পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল বস্তির কালাপানিয়া লোকমান ঘোনা পাহাড়ে একটি কাঁচাঘরের উপর পার্শ্ববর্তী একটি বড় গাছ চাপা পড়লে ঘরটি দুমড়ে-মুছড়ে ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমন্ত মা কাজল বেগম ও তার পুত্র মোঃ বেলাল ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন গৃহকর্তা মোঃ রফিকও। জঙ্গল ছলিমপুর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সেক্রেটারী মোঃ মশিউর রহমান প্রতিবেদককে জানান, ঘূর্ণিঝড়ের কারণে পাহাড়ে বসবাস ঝুঁকিপূর্ণ হওয়ায় শুক্রবার রাত ১০টার দিকে ছিন্নমূলের কালাপানিয়া লোকমান ঘোনা পাহাড়সহ আশপাশের বস্তিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়। কিন্তু রাত ১টার দিকে সবজি বিক্রেতা মোঃ রফিক স্ত্রী-পুত্র নিয়ে পুনরায় নিজ ঘরে ফিরে যান। রাত ৩টার দিকে বৃষ্টির সাথে হাওয়া বইতে শুরু করলে ঘরের পাশের একটি গাছ তাদের কাঁচাঘরের উপর পড়ে যায়। এতে ঘরটি ভেঙে ভেতরে থাকা কাজল বেগম ও তার ছেলে বাবুল নিহত হয়। আহত হয় রফিকও। সীতাকু- থানার ওসি মোঃ ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের ভেতরের খুঁটিটা ভেঙে পড়ায় মা-ছেলে ঘরের মধ্যেই মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘরের ওপর গাছ পড়ে মা-ছেলের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ