Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরআনের শিক্ষা মুসলমানদের জন্য ফরজ

আল্লামা ইসমাঈল নুরপুরী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, পবিত্র কোরআন এবং কোরআনের শিক্ষা মুসলমানদের জন্য ফরজ। সন্তানদেরকে পবিত্র কোরআন শিক্ষা না দিলে পরলৌকিক জগতে অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। পক্ষান্তরে যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে অলৌকিকভাবে তাদেরকে আল্লাহ হেফাজতে রাখবেন এবং তাদেরকে মহান আল্লাহর পক্ষ থেকে অকল্পনীয় পুরস্কার প্রদান করা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় দুনিয়া ইসলামিয়া বানিয়াছল বিলপাডয়ে ইসলামিক সাংস্কৃতিক পরিষদ আয়োজিত হিফজুল কোরআন শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর নূর। আল্লামা নূরপূরী বলেন, কোরআনের শিক্ষা গ্রহণকারীদেরকে আল্লাহতালা এমন এক ধরনের পোশাক পরিধান করাবেন যার রং হবে সবুজ যার মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। আর যারা কোরআনে হাফেজ হবেন, কোরআন বুঝবে জানবে তাদেরকে আল্লাহ তাআলা এমন এক সুউচ্চ ভবনে বসবাসের সুযোগ দিবেন যা হবে ৬৬৬৬ তলা। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক ছিলেন হাফেজ মাওলানা ক্বারী তাজুল ইসলাম, হাফেজ মাওলানা ক্বারী নাজমুল হাসান, হাফেজ মাওলানা ক্বারী আহমদ উল্লাহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা আবু সালেক সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ