Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বাজেট হবে শিল্প ব্যবসা ও ভোক্তাবান্ধব

চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আগামী বাজেট শিল্প, ব্যবসা ও ভোক্তাবান্ধব হবে উল্লেখ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভ‚ঁইয়া বলেছেন, নয়া বাজেটের আকার হতে পারে পাঁচ লাখ কোটি টাকার কাছাকাছি।
গতকাল বৃহস্পতিবার বন্দরনগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে চিটাগাং চেম্বার আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, দরিদ্র বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে মিরাক্যাল হিসেবে বিবেচিত হচ্ছে। এসএমই হিসেবে যাত্রা করে অনেক বৃহৎ শিল্পের জন্ম হয়েছে।
একটি সুষম বাজেট প্রণয়নের লক্ষ্যে ঘাটতি পাঁচ শতাংশের বেশি হবে না উল্লেখ করে অভ্যন্তরীণ সম্পদ হতে ৬৫ শতাংশ প্রয়োজন মেটানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ব্যবসা আধুনিকায়ন করতে হবে এবং করের আওতা বাড়াতে হবে। এনবিআর চেয়ারম্যান সবার জন্য সুষম সুবিধা নিশ্চিত করার কথা জানিয়ে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের মাধ্যমে ভ্যাটের হার হ্রাস পেলেও সংগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বৃহত্তর চট্টগ্রামের মেগাপ্রকল্পগুলো বাস্তবায়নে আগামী বাজেটে যথাযথ নির্দেশনা দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগা হাটে ওজন স্কেলের কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের সব মহাসড়কে ওজন স্কেল না বসানো পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলের কার্যক্রম বন্ধ রাখা হোক।
চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সিকান্দর খান, কর আইনজীবী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, মো. মেফতাহ উদ্দিন খান, মো. রেজাউল হাসান ও সৈয়দ গোলাম কিবরীয়া, কর অঞ্চলের কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদ, মো. মাহবুবুর রহমান, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মো. হেলাল উদ্দিন সিকদার, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, বন্ড কমিশনার মো. আজিজুর রহমান, মহাপরিচালক মো. শফিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ড ও অন্যান্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবর্গ।
এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরীর সভাপতিত্বে সহ-সভাপতি এমএ মালেক, পরিচালক আব্দুল আউয়াল, শফিক উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ শফি প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ