Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর রাখাইনে জুনিয়রের গুলিতে কর্মকর্তা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউকতাউ টাউনশিপের কাছে এক জুনিয়র অফিসারের গুলিতে পুলিশের একজন লেফটেন্যান্ট নিহত ও একজন সার্জেন্ট আহত হয়েছে। কিউকতাউ পুলিশ স্টেশনের একজন কনস্টেবল জানান যে, কান সাউক পুলিশ রেজিমেন্টে এই ঘটনা ঘটে। এটি নগরকেন্দ্র থেকে অনেক দূরে গ্রামীণ এলাকায় অবস্থিত। নিহত পুলিশ কর্মকর্তার লাশ বুধবার সকালে কিউকতাউ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি এর বেশি কিছু জানাতে অস্বীকার করেন। কিউকতাউর বাসিন্দা ও এক্টিভিস্ট কো জাও উইন বলেন, তিনি হাসপাতালে গিয়েছিলেন লাশ দেখতে। নিহতের নাম মং মং লায়, তাকে স¤প্রতি তিন মা গ্রাম থেকে কান সাউক পুলিশ রেজিমেন্টে বদলি করা হয়। তিনি বলেন, পুলিশ অফিসারকে ছয়টি গুলি করা হয়েছে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। আরেক সার্জেন্টকে দুটি গুলি করা হয়। গোলাগুলির কারণ স্পষ্ট নয়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ