Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির জন্য হাহাকার ভেনেজুয়েলায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ পুরো দেশে পানির সংকট দেখা দিয়েছে। দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যার সৃষ্টিতে এই সংকট তৈরি হয়েছে। দেশটির পানি সংকট আরও বেশ কিছুদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলায় পানির জন্য হাহাকার চলছে। ধনী-গরিব সব মানুষ রাস্তায় নামছে পানির সন্ধানে। কোথাও কোথাও দীর্ঘ লাইনও দেখা গেছে। এক মা বুধবার হাইওয়ের পাশে পানির লাইনের কাছে বসে ছিলেন। এসময় তিনি আনাদলু এজেন্সিকে বলেন, গত এক সপ্তাহ ধরে বাচ্চাকে গোসল করাতে পারছি না। এজন্য পানি নিতে এসেছি। স্থানীয় আরও কয়েকজন জানান, তারা এখন শুধু সেনিটেশনের কাজে পানি ব্যবহার করছেন। অন্য এক নারী বলেন, তিনি শুধু রান্নার কাজে পানি ব্যবহার করেন। এছাড়া খুব বেশি প্রয়োজন না হলে আর কিছুতে পানি খরচ করেন না। ভেনেজুয়েলার কারাকাসের বাসিন্দারা দুই সপ্তাহ ধরে ট্যাপের পানি পাচ্ছেন না। এজন্য পার্ক এবং বিভিন্ন বাগানে ভিড় করছেন তারা। কেউ কেউ আবার পানির সরবরাহ লাইন ফুটো করে পানির জন্য অপেক্ষা করছেন। এদিকে দেশটির অন্যান্য জায়গার বাসিন্দারা প্রতিদিনের কাজে নদীর পানি ব্যবহার করছেন। ফলে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ