Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হত্যাসহ ব্রেন্টনের বিরুদ্ধে ৮৯ অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টনের টারান্টের বিরুদ্ধে মোট ৮৯টি অভিযোগ দিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভয়াবহ ওই হত্যাকাÐের ঘটনায় দ্বিতীয়বারের মতো আদালতের মুখোমুখি হবেন ব্রেন্টন। এ সময় তাকে ৫০টি হত্যাকাÐের অভিযোগ এবং ৩৯টি হত্যা চেষ্টার অভিযোগের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টনের ভয়াবহ সন্ত্রাসী হামলায় গত মাসের ১৫ তারিখে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫০ জন মুসল্লি মারা যান। এছাড়া এই ঘটনায় আহত হন আরও অনেকে। ভয়াবহ ওই হামলার পরের দিন আদালতে হাজির করা হয় ২৮ বছর বয়সী অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টনকে। সে সময় তার বিরুদ্ধে একটিমাত্র হত্যাকাÐের অভিযোগ আনা হয়েছিল। পরে পুলিশ ওই ঘটনায় নিহত এবং আহতের হিসাব করে তার বিরুদ্ধে বৃহস্পতিবার এসব অভিযোগ দাখিল করে। আগামীকাল বিচারে যদি ব্রেন্টন অপরাধী প্রমাণিত হয় তাহলে তিনিই হবেন প্রথম যাবজ্জীবন পাওয়া নিউজিল্যান্ডের একমাত্র ব্যক্তি। যার প্যারোলে মুক্তি পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। মসজিদে ওই হামলার তিন সপ্তাহ পর আগামীকাল আদালতে হাজির করা হচ্ছে ব্রেন্টনকে। তবে আগামীকাল ব্রেন্টনকে আদালতে সরাসরি হাজির করা হবে না। অকল্যান্ডের কারাগার থেকে তিনি ভিডিওর মাধ্যমে আদালতে যুক্ত থাকবেন। তবে তার এসব অভিযোগের বিরুদ্ধে আবেদনের সুযোগ থাকবে। তবে ব্রেন্টন যদি সেই আবেদন না করেন তাহলে তার পরবর্তী আদালতে হাজির হওয়ার তারিখ এবং সম্ভব্য বিচারের দিনক্ষণ ঠিক করবে আদালত। এদিকে দেশটিতে অস্ত্র আইন পরিবর্তনের জন্য কাজ করছে সরকার। আগামী ১১ এপ্রিল আইনটি পাশ হতে পারে। তবে এর আগে আজ বৃহস্পতিবার এই আইনের ওপর গণশুনানি করে সরকার। আইনের খসড়াটি পার্লামেন্টে বড় সমর্থনের পর যদি এটি পাশ হয় তাহলে দেশটিতে সব ধরণের আধা-স্বয়ংক্রিয় বন্দুক নিষিদ্ধ হবে। গত মাসে হামলাকারী ব্রেন্টন এই বন্দুক ব্যবহার করেই হামলা করেছিল। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ