Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকির পর মোনাজাত পরিকল্পনা বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

নিহত সেনাদের স্মরণে নিউজিল্যান্ডের পুরিরুয়া অঞ্চলে আনজাক দিবসের অনুষ্ঠানে মুসলমানদের প্রার্থনা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাতিল করা হয়েছে। যোদ্ধা ও সাধারণ মানুষের মধ্য থেকে সহিংস হুমকি আসার পর এ পরিকল্পনা বাদ দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর টিথাহি বে স্মরণানুষ্ঠানের আয়োজক সিমোন স্ট্রমবোম মুসলমানদের প্রার্থনা অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। যুদ্ধ, সংঘাত ও শান্তিরক্ষা অভিযানে নিহত সব সেনার স্মরণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রতি বছর ২৫ এপ্রিল আনজাক দিবস পালন করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেনাবাহিনীর (আনজাক) সদস্যদের স্মরণে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দিনটি পালিত হয়ে আসছে। টিথাহি বের অনুষ্ঠানের আয়োজক ও আফগানযুদ্ধে অংশ নেয়া প্রবীণ যোদ্ধা সিমোন স্ট্রমবোম বলেন, সকাল ১০টার অনুষ্ঠানে একজন মুসলমান আলেম প্রার্থনা করবেন, এমন একটি ধারণা প্রচারের পর একের পর এক হুমকি আসতে শুরু করে। স্টাফ ডটকম।

 



 

Show all comments
  • রবিউল ইসলাম ৫ এপ্রিল, ২০১৯, ৪:১৩ এএম says : 0
    মানুষ যে কেন প্রতিহিংসাপরাণ হয় ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ