প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই গল্পের শুরু ওড়িশার এক হাতির অভয়ারণ্য থেকে। এখানেই বেড়ে উঠেছে পশু বিষয়ক চিকিৎসক রাজ (বিদ্যুৎ জামবাল)। রাজের সঙ্গে সাক্ষাত হয় সাংবাদিক মীরার (আশা ভাট)। মীরা জানতে চায় রাজ আর তার বাবা কিভাবে সেই অভয়ারণ্য দেখাশোনা করে। রাজ ভুল বুঝে অনেকদিন ধরে সেই অভয়ারণ্য থেকে দূরে আছে। সে তার ভুল বুঝতে পেরে মায়ের মৃত্যু দিবসে সেখানে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। ফিরে দেখতে পায় অনেক কিছু বদলে গেছে। হাতিদের জন্য খুব বেশি মানুষ নেই সেখানে। তবে তার বন্ধু শঙ্করা (পূজা সাভন্ত), ডা. দেব (অক্ষয় ওবেরয়) এখনও আছে, আর আছে হাতি ভোলা ভোলা এখন এই অভয়ারণ্যের রাজা। তবে তার বিশাল দাঁতের লোভে তাইওয়ানের কিছু লোক এসে জুটেছে। স্বাভাবিকভাবেই ভোলাকে রক্ষা করার দায়িত্ব নেয় রাজ।
বলিউড শীর্ষ পাঁচ
১. জাংলি ২. কেসরী ৩. বদলা ৪. লুকা ছুপ্পি ৫. নোটবুক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।