বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে আইটেল মোবাইল ফোনের মাধ্যমে নিজের কন্ঠ পরিবর্তন করে নারীকণ্ঠে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের একটি দোকান থেকে ৩টি আইটেল মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার মহারাজপুর গ্রামের আশরাফ আলীর ছেলে সোহেল (১৮), আলতাফ হোসেনের ছেলে মাসুম (১৭) ও সাইদুল ইসলামের ছেলে মনি (১৭)।
লালপুর থানার পুলিশ ও স্থানীয়রা জানান, আটককৃতরা বিলমাড়ীয়া ও তার আশেপাশের গ্রামের একটি চক্র আইটেল কোম্পানীর মোবাইল ফোনে নিজেদের কণ্ঠকে নারীকণ্ঠে পরিণত করে প্রেমের অভিনয়ন করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারকরা ফেসবুকে সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে মেয়েদের ভুয়া নামে ফেসবুক আইডি খুলে মোবাইল নম্বর দিয়ে পুরুষ মানুষদের প্রেমের ফাঁদে ফেলে থাকে। এর আগেও এই চক্রের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাব কে জানান, আটককৃতদের নামে থানায় মামলা দায়েরের পর আজ (বুধবার ) জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।