বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার পর রিকসাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। বুধবার ভোরে সাভারের মুশরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান (২৭) অটোরিকশা চালক কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার ডায়নারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকার আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, ভোরে ওই কয়েকজন যুবক মুশরীখোলা যাওয়ার জন্য তার অটোরিকশাটি ভাড়া করেন। পরে মুশরীখোলা রাস্তায় পৌছলে দুর্বৃওরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
তবে অটোরিকশা চালক মতিউর রহমানকে হত্যার পর তার রিকসাটি লাশের পাশেরই ছিল। এমনটি তার পকেটে থাকা টাকাও খোয়া যায়নি তাই হত্যাকান্ডটি নিয়ে পুলিশ সন্দেহ করছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।