Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি- এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম

এই সরকারের আমলেই সমস্ত অবকাঠামো নির্মাণ হয়নি

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৪:৫৬ পিএম

পৃথিবীর উন্নয়ন একদিনে হয়নি, পৃথিবীর সব জায়গায় অবকাঠামোগত ত্রুটি বিচ্যুতি আগেও ছিল। এই সরকারের আমলে এই সমস্ত অবকাঠামো নির্মাণ হয়নি, এর আগে থেকে অনেক অবকাঠামো নির্মাণ হয়েছে। অবকাঠামো নির্মাণের সময় যে সকল বিল্ডিং কোড ছিল সে সমস্ত অনেক কিছুই তখন মেনে চলা হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। তিনি আজ দুপুরে শেরপুর পৌরসভার ১৫০ বৎসর পূর্তি উৎসবের চারদিন ব্যাপী অনুষ্ঠানের তৃতীয় দিনে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্কে আয়োজিত আলোচনাসভা শেষে অগ্নিকান্ড রোধে সরকারের করণীয় সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে যেন আর এরকম দূর্ঘটনা না ঘটে সেজন্য বিল্ডিং কোড পরিবর্তণ করে এখন নতুন বিল্ডিং কোড করে এপ্রোভাল দিয়ে দেয়া হচ্ছে। যে ভবনগুলো আছে সেগুলোকে বিল্ডিং কোড মানতে বাধ্য করা হবে। অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি ভবনেই রাখার ব্যাপারে তাগিদ দেয়া হচ্ছে। এসময় অন্যাদের মধ্যে জাতীয় সংসদেও হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর-৩ আসনের সাংসদ প্রকৌশলী ফজলুল হক চাঁন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ এ.টি.এম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ শেরপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ