মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মিশিগানের এক জুটি দাবি করেছেন তাদের মেয়ের শোবার ঘরের ক্যামেরায় ‘ভূত’ ধরা পড়েছে। শুধু তাই নয়, ওই ভূত নাকি তার মেয়ের চেহারায় তিনটি গভীর ‘বেগুনি ক্ষত’ সৃষ্টি করেছে। ওই জুটির দাবি ক্যামেরায় ভূতের অস্তিত্ব ধরা পড়ার পর এখন তারা তাদের ঘর ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন। নিজেদের এক বছর বয়সী মেয়ে লিলির চেহারা বেগুনি আঁচড় দেখার পর ঘরের ভেতর ক্যামেরা লাগায় হিদার ব্রো (২৫) ও তার বাগদত্তা জশ হিগিন্স (৩০)। এরপর ওই ক্যামেরায় যার অস্তিত্ব ধরা পড়েছে, তাদের ভাষায় সেটি কেবল ভূতই হতে পারে। ওই ভিডিওর ফুটেজ পর্যবেক্ষণ করার পর এই জুটির মনে হয়েছে, তাদের মেয়ে লিলি খাটের পাশ দিয়ে একটি পুরুষ ভূত দ্রæত হেঁটে যাছে। এসময় ওই ভূত বাতাসে মিলিয়ে যাওয়ার আগে তাদের মেয়ে খাট থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে। এ ঘটনার পর অস্বাভাবিক ঘটনা তদন্তকারীদের ডেকে পাঠায় ওই জুটি। তদন্তকারীরা জানায়, তাদের বাসায় ভূত রয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।