মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজস্থানে বিশ্বের জনপ্রিয়তম শিশু পণ্য প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পুতে ক্ষতিকর রাসায়নিক ফরমালডিহাইডের অস্তিত্ব পাওয়া গেছে। রাজস্থানের রাজ্য মাদক নিয়ন্ত্রণ সংস্থার এ সংক্রান্ত প্রতিবেদন পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য নয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জনসন অ্যান্ড জনসন- এর ‘নো মোর টিয়ার্স’ বেবি শ্যাম্পুর দুটি ব্যাচের পণ্য সম্পর্কে আপত্তি জানিয়েছে রাজস্থানের কর্তৃপক্ষ। এগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষিত ওই দুটি ব্যাচের প্রতিটিতে ৫০ হাজার বোতল শ্যাম্পু রয়েছে। পণ্যটি হিমাচল প্রদেশে জনসন অ্যান্ড জনসনের কারখানায় তৈরি করা হয়েছে। জনসন অ্যান্ড জনসনের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবেদনে বলা হয়েছে, নমুনায় ফরম্যালডিহাইড পাওয়া গেছে। এটি মানবদেহে ক্যানসার দানা বাঁধতে সাহায্য করে। তবে আমরা এই প্রাথমিক প্রতিবেদন গ্রহণ করিনি। তিনি বলেন, আমাদের পণ্য খুবই নিরাপদ। শিশুদের নিরাপত্তার কথা ভেবে পণ্য তৈরি করার ক্ষেত্রে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি। কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি, পণ্যে ফরম্যালডিহাইড মেশানো হয়নি। কয়েক মাস আগেই জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টস থাকার অভিযোগ ওঠে। নিজেদের কাছে এই তথ্য থাকা সত্তে¡ও বারবার তা অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।