Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলানে লাখো ইহুদিকে নিচ্ছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

গোলান উপত্যকায় ইহুদিদের জন্য বসতি নির্মাণের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে ইসরাইল। ইসরাইলি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান উপত্যকাকে ইসরাইলের ভূখন্ড হিসেবে ঘোষণা করার পর এ পরিকল্পনা নিয়েছে তেল আবিব। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গোলানে নতুন করে কয়েকটি ইহুদি উপশহর নির্মাণের কথা ভাবছে। নয়া পরিকল্পনা অনুযায়ী সেখানে আড়াই লাখ ইহুদিবাদীর জন্য বাড়ি নির্মাণ করা হবে। ইসরাইলি টিভির খবরে বলা হয়েছে, নতুন বৃহৎ পরিকল্পনা ২০৪৮ সালের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ১৯৬৭ সালে যুদ্ধের সময় ইসরাইল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিটি সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়। এরপর ১৯৮১ সালে আন্তর্জাতিক সব আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোলানকে নিজের ভূখন্ড হিসেবে ঘোষণা করে দখলদার ইসরাইল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ