Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রসবের কয়েক মিনিট আগে বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সন্তান প্রসব করবেন এক মা। চিকিৎসকরা বলে দিয়েছেন, সিজারিয়ান অপারেশন করাতে হবে তার। হাসপাতালে এপয়েন্টমেন্টও করা। এমন অবস্থায় ওই মা তার পার্টনারকে সঙ্গে নিয়ে ছুটে গেলেন একজন মেয়রের অফিসে। তাকে বললেন, তাদেরকে বিয়ে পড়িয়ে দিতে। তখনও বিয়ের আংটি প্রস্তুত হয়নি। মেয়র আর কি করবেন! অগত্যা একটি ফিতা বেঁধে দিলেন হাতে। পরিয়ে দেয়া হলো বিয়ে। এর কয়েক মিনিট পরেই ওই নারী প্রসব করলেন একটি মেয়ে সন্তান। না, এটি কোনো বানানো গল্প নয়। সত্যি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডে। সেখানকার মেয়র পিটি বুতিগিয়েগ। তিনি এবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রকাশ্যে তিনি নিজে সমকামিতা পছন্দ করেন বলে ঘোষণা দিয়েছেন। যদি মনোনয়নে তিনি টিকে যান তাহলে এটিই হবে বড় রাজনৈতিক দলটির জন্য প্রথম প্রকাশ্যে সমকামিতাকে পছন্দকারী একজন প্রার্থী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ