Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ু পরিশোধন করবে সাইকেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্বব্যাপী শহরগুলোতে বায়ু দূষণ খুব বড় একটি সমস্যা হয়ে উঠেছে। দূষিত বায়ু মানব দেহের জন্য ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে বায়ু পরিশোধন যন্ত্রযুক্ত বাইসাইকেল আবিষ্কার করেছে ভিয়েতনামের একদল শিক্ষার্থী। এই বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দূষণ মুক্ত বাতাস এসে পড়বে চালকের মুখে। বায়ু পরিশোধন যন্ত্র সমৃদ্ধ এই সাইকেল তৈরি করেছে ভিয়েতনামের দা লাত শহরে থাং লং গিফটেড হাই স্কুলের শিক্ষার্থীরা। এটি মেধাবীদের জন্য একটি বিশেষ স্কুল। এই স্কুলের শিক্ষার্থী তিন বন্ধু ছয়মাস ধরে পরীক্ষা চালিয়ে বিশেষ একটি বায়ু পরিশোধনকারী যন্ত্র বসিয়ে বাইসাইকেলটি তৈরি করেছে। যন্ত্রটি বাইসাইকেলের হাতলে বসানো থাকে। পরিশোধনকারী যন্ত্রটিতে রয়েছে তিন পরতের তুলা আর কার্বন শুষে নেয় এমন এক ধরনের কাপড় যার নাম অ্যাক্টিভেটেড কার্বন ফ্যাব্রিক। এই দুটি বস্তুর কাজ হল ধুলো আটকানো। এই যন্ত্রটিতে একটি ব্যাটারিও রয়েছে। বাইসাইকেলের সামনের চাকার দুইপাশে ছোট কয়েকটি পাখা বসানো থাকে। যার সাথে সংযোগ রয়েছে ফিল্টার বা বায়ু পরিশোধনকারী যন্ত্রটির। সাইকেলটি যখন চলতে থাকে তখন চালকের মুখে পরিশোধন করা বায়ু ছুড়ে দেয় এগুলো। পরীক্ষা করে দেখা গেছে যন্ত্রটির ধুলো আটকানোর ক্ষমতা ৮৬ শতাংশ। আর নাইট্রোজেন অক্সাইড কমানোর হার ৬৩ শতাংশ। তবে এটিই প্রথম এমন বাইসাইকেল নয়। ডাচ একজন গবেষকও একই ধরনের বাইসাইকেলের নকশা নিয়ে কাজ করছেন।তার নকশা অবশ্য চালকের মুখে নয়, চালকের আশপাশে পরিশোধিত বায়ু ছুড়ে দেয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ