Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে এক হাজার কেজি জাটকা ইলিশসহ আটক ২

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ৪:৫০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরের কাটাখালী এলাকা থেকে ১ হাজার কেজি জাটকা ইলিশসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে (ঢাকা মেট্রো-ন ১৩-৯৩০৪) নাম্বারের একটি পিকআপ ভ্যান থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত পিকআপ ও জাটকাসহ আটক ব্যক্তিদের আদালতের পাঠানো হবে বলে জানান পুলিশ।
পুলিশ জানান, আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার জালিয়ার চর এলাকার মৃত তাল বেপারীর ছেলে মো: কুদ্দুছ ও একই জেলার চরবগা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নাছির সর্দার।
রায়পুর থানার এএসআই সবুজ মিয়া জানান, জাটকাগুলো নদী থেকে আরোহন করে ঢাকার উদ্দেশে নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাখালী এলাকা থেকে জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় জব্দ করা এক হাজার কেজি জাটকা ও একটি পিকআপ ভ্যান। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা আটক

১৬ জানুয়ারি, ২০২২
৭ এপ্রিল, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ