Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে পুরস্কারে ভূষিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আজীবনের জন্য বৃটেনের নিউরো সার্জারি বিষয়ক সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেলেন বাংলাদেশে জন্মগ্রহণকারী বৃটিশ প্রফেসর টিপু আজিজ। দেশটির নাফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস থেকে তাকে ‘মেডেল অব দ্য সোসাইটি অব বৃটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ নামের এই পুরস্কার দেয়া হয়। 

প্রফেসর টিপু আজিজ অক্সফোর্ড ফাংশনাল নিউরো সার্জারি’র প্রতিষ্ঠাতা ও প্রধান। ১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন প্রফেসর টিপু আজিজ। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে তিনি নিউরোফিজিওলজির ওপর পড়াশোনা করেছেন। পারকিনসন, স্কেলেরোসিস সহ বিভিন্ন রকম জটিল ও কঠিন চিকিৎসায় তিনি বিশেষজ্ঞ। নিউরো সার্জারিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে আজীবন এই পদকে ভূষিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ