Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান দিয়ে লড়াই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

গুলিগোলা রাইফেল-বোমা নয়। শুধু সঙ্গীত দিয়ে তিনি লড়তে চান তালিবানের সঙ্গে। আর সেই লক্ষ্য নিয়ে এগিয়েই ‘আমেরিকান আইডল’-এর আফগান সংস্করণ ‘আফগান টিভি স্টার’-এ জিতে হইচই ফেলে দিয়েছেন তরুণী জাহরা এলহাম। গত ১৩ বছরে এই শোয়ে কোনও মহিলা জিততে পারেননি। ১৪তম পর্বে জয়ের হাসি হাসলেন জাহরাই।

গত সপ্তাহে আফগান স্টার-এ জিতে শিরোনামে এসেছেন আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর এই মেয়ে। জাহরার উঁচু তারে বাঁধা রুক্ষ অথচ ব্যতিক্রমী সুরের জাদুতে মুগ্ধ সবাই। হাজারা এবং পারসি লোকগান শুনিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী রঙচঙে আফগান পোশাক আর হিল জুতোয় আত্মবিশ্বাসী জাহরা চমকে দিয়েছেন অনেককেই।
আফগানিস্তানের মতো পিতৃতান্ত্রিক দেশে অনেক লড়াই করে যতটুকু অধিকার অর্জন করা যায়, তার চেষ্টা করছেন অনেক মেয়ে। কিন্তু এখন মার্কিন প্রশাসন যুদ্ধ শেষ করে তালিবানের সঙ্গে আলোচনা চালিয়ে এই দেশ থেকে পাততাড়ি গোটানোর পথে। আর সেটা বড় উদ্বেগের কারণ অনেকের কাছে। তালিবান ফের ক্ষমতা পেয়ে যাবে না তো! এই পরিস্থিতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাহরা।
সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারেও এসেছেন তিনি। এখনও জয়ের ঘোর কাটেনি তার, কিন্তু লড়াইয়ের চিন্তা মন থেকে এতটুকু সরেনি। সবে কুড়িতে পা দেওয়া জাহরা বলেছেন, ‘নিজেরই খুব গর্ব হচ্ছে। কিন্তু এটাও কী আশ্চর্য বলুন, এত বছর ধরে কোনও মহিলা এই খেতাব জিততে পারেননি!’ মাথা সবুজ স্কার্ফে ঢাকা।
এমনিতে আত্মবিশ্বাসে ফুটতে থাকা মেয়ে ক্যামেরার সামনে যথেষ্ট জড়োসড়ো। জানালেন, পরিবারে কেউই গান করেন না। ইউটিউবে নানা ভিডিয়ো দেখে প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা মাথায় আসে। ভালবাসেন আরিয়ানা সৈয়দের ভিডিও। আরিয়ানা সৈয়দ, আফগান পপ তারকা, যাঁকে অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করা হয়। সেই সাহসিনী আরিয়ানা এই জাহরার অনুপ্রেরণা। জীবনে যত যুদ্ধই চলুক, রাজনীতিতে আসতে চান না জাহরা। কিন্তু ভবিষ্যতে যদি প্রশাসনিক স্তরে তালিবান কিছুটা ক্ষমতা পেয়ে যায়? জাহরা বলেন, ‘আমি আমার গান দিয়েই লড়াই করব, কারণ আমার জীবনে গানই সব। আর সেটা দিয়েই ভবিষ্যৎটাও উজ্জ্বল করতে চাই আমি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ