Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিতাসের দুর্নীতি বন্ধ হলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

পেট্রোবাংলা ও তিতাসের অর্ধেক দুর্নীতি বন্ধ করতে পারলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে যা দুর্নীতিকে আশ্রয় দেয়ার শামিল। তিনি বলেন, গতকাল এশটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে পেট্রোবাংলা ও তিতাসের ৫০% দুর্নীতি বন্ধ করতে পারলে গ্যাসের মূল্যবৃদ্ধি করার প্রয়োজন হবে না। পীর সাহেব চরমোনাই বলেন, আমরা অনেক আগ থেকে বলে আসছি, সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করুন, তাহলে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি বন্ধ না করে তার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়া চরম অমানবিক। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠবে। এর প্রভাব সর্বত্র পড়বে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে প্রায় সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। জনগণের মতামতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে মূল্যবৃদ্ধির চক্রান্ত করা হলে তা সরকারের জন্য সুখকর হবে না। তিনি বলেন, এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিতাসের দুর্নীতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ