বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আতিক নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ধর্ষিতা শিশুর মা মির্জাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আটক আতিক উপজেলার তরফপুর গ্রামের পাথরঘাটা টানপাড়া গ্রামের বছির উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে কাপড় দিয়ে ঘর তৈরি করে খেলার ছলে ওই কন্য শিশুকে ধর্ষন করে। ঘটনার পর শিশুর কান্নাকাটিতে ঘটনা জানাজানি হয়। পরে বিষয়টি প্রথমে গ্রাম্য শালিশে মীমাংসার উদ্যোগ নেয়া হয়। এদিকে ধর্ষিতা শিশুর শারিরীক অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়। কিন্ত চিকিৎসক শিশুটির ধর্ষনের আলামত বুঝতে ধর্ষিতার মাকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে সোমবার দুপুরে শিশুটির মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিলে বিকেলে ধর্ষক আতিককে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ধর্ষক আতিককে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।