বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এইচএসসি পরীক্ষার সোমবার প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে ৯৮৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে চট্টগ্রামে ৭২২ জন, কক্সবাজারে ৮৭ জন, রাঙ্গামাটিতে ৪৯ জন, খাগড়াছড়িতে ১০০ জন এবং বান্দরবানে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এদিকে মোবাইল ফোন সঙ্গে রাখায় চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের এক পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়া যায়। তাই ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কোথাও প্রশ্ন ফাঁস ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।