Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে তেলবাহী ভাউচার চাপায় ব্যবসায়ী নিহত, আহত-৭

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ৬:৩৫ পিএম

বেগমগঞ্জ উপজেলায় তেলবাহী ভাউচারের চাপায় সোলায়মান (৫৫) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এতে চালকসহ ৭ জন আহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে বেগমগঞ্জচৌরাস্তা-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তা আপন নিবাসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের গনু মিয়ার ছেলে। তিনি চৌরাস্তায় পানের ব্যবসা করতেন। আহতরা হলো, আবু বক্কর (১৭), নূর নবী (২৬)সহ ৭জন।

স্থানীয় এলাকাবাসী জানান, দুপুরে ভাত খাওয়ার জন্য ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ীর যাচ্ছিল সোলায়মান। পথে অটোরিকশাটি আপন নিবাসের সামনে এলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ভাউচারের চাকা বিষ্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুছড়ে চালকসহ ৮জন আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় সোলায়মানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চৌমুহনী শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশিকুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ