বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় সারোগেট মাদার হিসেবে ৬১ বছর বয়সে নিজের নাতিকে জন্ম দিলেন ইলেজ নামের এক নারী। তার সমকামী ছেলে ম্যাথিউ ইলেজ এবং তার সঙ্গী ইলিয়ট ডঘের্টি একটি সন্তান নিতে চাইলে তাদেরকে সহযোগিতা করতে নিজের গর্ভে তাদের সন্তান ধারণ করতে নিজেই প্রস্তাব দেন তিনি। কেইটিভি-নিউজের বরাতে করা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউকে ইনডিপেন্ডেন্ট।
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর, নেব্রাস্কা মেডিকেল সেন্টারের ওমাহা বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা মিস ইলেজের শরীরে ভ্রুণ প্রতিস্থাপন করেন। ম্যাথিউ ইলেজের শুক্রাণু এবং ইলিয়ট ডঘের্টির বোন লেয়া ইরিবের কাছ থেকে নেয়া ডিম্বাণু ব্যবহার করে ভিট্রো সার্টিসন (আইভিএফ) পদ্ধতিতে ভ্রূণটি তৈরি করা হয়েছিল।
নির্দিষ্ট সময়ের কয়েক সপ্তাহ আগেই গত সপ্তাহে ইলেজ শিশুটির জন্ম দেন। শিশুটি সুস্থ ছিল। তার ওজন ছিল ৫ পাউন্ড, ১৩ আউন্স। শিশুটির নামকরণ করা হয় উমা লুইস নামে। এ বিষয়ে শিশুটির পিতা ইলেজ বলেন, ‘আপনি যখন সমকামী এবং বিয়ে করেন এবং একটি বাচ্চা পেতে চান, তখন আপনাকে বিশেষভাবে পরিবার তৈরি করতে হবে, এর জন্য সৃজনশীল, অন্যান্য উপায় চিন্তা করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা সবার কাছে কৃতজ্ঞ। উমা ও তার দাদী দু’জনেই এখানে সুস্থ আছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।