Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের শ্বাসরুদ্ধকর জয়

লা লিগা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ৩:০১ এএম

সান্তিয়াগো বার্নাব্যুতে সপ্নীল অভিষেকের অপেক্ষায় ছিল হুয়েস্কা। কিন্তু শেষ সময়ে গোল করে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের উচ্চবিলাসী স্বপ্নে জল ঠেলে দিলেন করিম বেনজেমা। দল নিয়ে জিনেদিন জিদানের পরীক্ষা-নিরীক্ষা সফল হলো শ্বাসরুদ্ধকর জয়ে।

রোববার রাতে লা লিগায় ঘরের মাঠে হুয়েস্কাকে ৩-২ ব্যবধানে হারায় রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই চুচো হার্নান্দেসের গোলে পিছিয়ে পড়ার পর ২৫তম মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬২তম মিনিটে দানি কাবালোস দলকে এগিয়ে নিলেও ৭৪তম মিনিটে হাভিয়ের এটজেইটার গোলে ড্র নিয়ে ম্যাচ শেষের অপেক্ষায় ছিল সফরকারীরা। কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট আগে বেনজেমার কোনাকুনি মাপা শটে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউরোপিয়ান জায়ান্টরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে হুয়েস্কার এটি প্রথম ম্যাচ। গত ডিসেম্বরে প্রথম লেগের ম্যাচে একমাত্র গোলে জিতেছিল রিয়াল।

সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল রিয়াল। সেই ম্যাচের পাঁচ জনই এদিন ছিলেন একাদশের বাইরে। নাভাস, ভারানে, মদরিচ, ক্রুস ও আসেনসিওর পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয় লুকা জিদান, নাচো, লরেন্তে, কাবালোস ও দিয়াজকে। জিদানের পরীক্ষিত একাদশ মাঝমাঠ ও আক্রমণে ভালো করলেও রক্ষণ বার বার অরক্ষিত হয়ে পড়ছিল। প্রতিপক্ষ দলের ফিনিশিংটা ভালো হলে হারতেও পারত লস ব্ল্যাঙ্কোসরা। অরক্ষিত জায়গায় বল পেয়ে বেশ কয়েকবার তারা পোস্টের বাইরে শট নেয়। অবশ্য গোলের বেশ কয়েটি সুযোগ হাতছাড়া করেন গ্যারেথ বেলও।

২৯ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে শীর্ষ তিন দলই। পয়েন্ট তালিকায় ব্যবধানটাও তাই আগের মতই রয়ে গেছে। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১০ পয়েন্ট পিছিয়ে দুইয়ে অ্যাটেিলটিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ