Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বর্ষপূর্তি উৎসব

সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

 ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার সাফল্য ঐতিহ্য ও গৌরবের ১৫০ বর্ষপূর্তি উপলক্ষে ২দিনব্যাপী জাঁকজমকপূর্ণ উৎসব পালন করা হচ্ছে। গতকাল রোববার সকালে পৌরবাসী স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। রং-বেরঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড, লিফলেটসহ ঘোড়ার গাড়ি, হাতি, সাপ, সাপুড়ে, গ্রামীণ ঐতিহ্য পালকি, তাঁতীদের চড়কা, কামারদের হাঁপড়, কুমারদের চাক, কৃষকদের হাল-লাঙ্গল কাস্তে নানাবিধ সামগ্রিসহ ব্যান্ড, বিউগল, বাঁশি, বাদ্যযন্ত্র নিয়ে প্রায় অর্ধলক্ষ মানুষ এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ১ ঘন্টাব্যাপী এ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবন আঙ্গিনায় শেষ হয়। সুদীর্ঘ পরিক্রমায় পৌরসভার ১৫০ বছরে পদার্পণ অত্যন্ত হৃদয়ষ্পর্শী ও আনন্দে ভরে তুলে-এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। ৩১ মার্চ কর্মসূচিতে রাখা হয়েছে, স্বেচ্ছায় রক্তদান, গুণীজন সম্মাননা, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামীম শিরাজী :
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ