বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের (ম্যাটস) শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মিঠুন সরকার। গতকাল শুক্রবার সকালে ৫ম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলাকালে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সরকার প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন। সেখানে সরকারের উচিত আমাদের মত মেধাবীদের কাজের সুযোগ করে দেওয়া। চাকরির ক্ষেত্রে আমরা ১১তম গ্রেড পদমর্যাদায় কাজ করি। কিন্তু আমাদের মত ডিপ্লোমাধারীরা ১০তম পদমর্যাদায় চাকরি করছেন।
তিনি আরো বলেন, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকার পরও আমরা কেন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত? সরকারের উচিত আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের দাবি মেনে নেওয়া। উল্লেখ্য, গত ১৬ মে থেকে ম্যাটস এর শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।