প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জন্ম থেকই সুরিয়ার (অভিমন্যু দাসানি) কনজেনিটাল ইনসেনসিটিভিটি। তার মানে তার ব্যথাবেদনার অনুভূতি নেই। এতে সুবিধার চেয়ে তার অসুবিধাই হয়েছে বেশি। স্কুলের দুষ্টু ছেলেরা সবসময় তাকে তার এই সমস্যা নিয়ে উত্যক্ত করে। তবে তার বন্ধুও আছে, তার মধ্যে সবার আগে হল সুপ্রি (রাধিকা মদন)। ছোটবেলা থেকেই সে মার্শাল আর্টসের প্রতি আকৃষ্ট হয়। অন্যায়ের প্রতি প্রতিবাদও তার স্বভাব। একদিন সুপ্রিকে তার বাবার নির্যাতন থেকে বাঁচাতে চেষ্টা করে সে। এতে তাকে আর তার পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়। সুরিয়ার বাবা তাকে সবসময় ঘরে আটকে রাখে তার নিরাপত্তার কথা ভেবে তবে একসময় তাকে বাড়ির বাইরে যাবার অনুমতি দেয়া হয়। বাইরে বেরিয়ে সে তার ছোটবেলার আদর্শ কারাটে মনির পোস্টার দেখতে পায়। তার সূত্র খুঁজতে গিয়ে সে ছোটবেলায় সুপ্রির কাছ থেকে যে দালানে আলাদা হয়েছিল সেখানে পৌঁছে। সুপ্রিকে সে চিনতে ব্যর্থ হয় আর মাতাল মনির সঙ্গে তার দেখা হয় আর দেখা হয় মনির যমজ জিমির সঙ্গে যে মনিকে তার অমূল্য লকেট ফেরত দিচ্ছে না। সে ঠিক করে মনিকে তার লকেট ফেরত এনে দেবে সে তবে তার আগে তাকে এক কঠিন হাতাহাতি যুদ্ধে লড়তে হবে।
বলিউড শীর্ষ পাঁচ
১ কেসরী
২ বদলা
৩ লুকা ছুপ্পি
৪ সোনচিড়িয়া
৫ মার্দ কো দার্দ নেহি হোতা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।