প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সেবাস্টিয়ান লেলিও পরিচালিত রোমান্স ড্রামা ‘গেøারিয়া বেল’। ‘আ ফ্যান্টাস্টিক উওম্যান’ (২০১৭), ‘গেøারিয়া’ (২০১৩), ‘দ্য ইয়ার অফ দ্য টাইগার’ (২০১১), ‘ক্রিসমাস’ (২০০৯) এবং ‘দ্য স্যাক্রেড ফ্যামিলি’ (২০০৫) লেলিও পরিচালিত চলচ্চিত্র। তালাকপ্রাপ্ত গেøারিয়া বেলের (জুলিয়েন মুর) বয়স ষাটের কাছাকাছি। তার পরিণত বয়সের দুই সন্তানের (মাইকেল সেরা, ক্যারেন পিস্টোরিয়াস) সঙ্গে খুব কমই দেখা হয় তার। সন্তান আর নাতী নাতনিদের বাইরে সে তার জীবনকে আবিষ্কার করতে চায়। নাচতে ভালবাসে সে আর সন্ধ্যায় সে তার বান্ধবীদের সঙ্গে সময় কাটায়। স¤প্রতি তালাকপ্রাপ্ত আর্নল্ডের (জন টারটুরো) সঙ্গে তার পরিচয় হয়। দ্রæত তাদের ঘনিষ্ঠতা হয়। তাদের এই বন্ধনে বাধা হয়ে দাঁড়ায় আর্নল্ডের সাবেক স্ত্রী আর দুই মেয়ে। তারা ঘনঘন তাকে ফোন করে আর সেও তাদের এড়িয়ে চলতে পারে না। আর্নল্ড যে নতুন করে সম্পর্কে জড়িয়েছে তা সে তার স্বজনদের কাছে প্রকাশ করতে ব্যর্থ হয়। তাতে গেøারিয়ার মনে সংশয় জাগে আর্নল্ড আদৌ তার সঙ্গে সম্পর্ককে আমল দিচ্ছি কিনা।
হলিউড শীর্ষ পাঁচ
১ আস
২ ক্যাপ্টেন মারভেল
৩ ওয়ান্ডার পার্ক
৪ ফাইভ ফিট অ্যাপার্ট
৫ গেøারিয়া বেল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।