রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে (৫০ শয্যা বিশিষ্ট) মোবাইল নেটওয়ার্ক না থাকায় শুরু থেকে জরুরি প্রয়োজনে টেলিফোনেই যোগাযোগ চলত। বর্তমানে টেলিফোনটির সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনা গেছে, ৪ মাস পূর্বে পৌর এলাকায় মহীপুর কলেজ রোডের দক্ষিণ ধারে ড্রেন নির্মাণের সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের টেলিফোন লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচবিবি শহর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটি প্রায় ৪ লাখ অধিবাসীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোরশেদ আলমের আন্তরিক প্রচেষ্ঠায় স্থানীয় একদল তরুণ ডাক্তার নিরলসভাবে স্বাস্থ্যসেবা দেয়ায় এক সময়ের অবহেলিত এই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর ভিড় দিন দিন বেড়েই চলছে। ভর্তিকৃত রোগীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে যোগাযোগ করার ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রোগীরা জরুরি প্রয়োজনে বাড়ির লোকজন কিংবা আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না। ডাঃ সাবা আল গালিব বলেন, এন্টিনা টাঙিয়ে মোবাইলে কথা বলা হচ্ছে। গ্রামীণ ফোন কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলে তিনি জানান। উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোরশেদ আলম জানান, তিনি টেলিফোন লাইনের বিষয়ে টিএন্ডটির কর্তা-ব্যক্তিদের সাথে কথা বলেছেন। টেলিফোন সংযোগ দিতে টেন্ডার দিতে হবে বলে তারা তাকে জানিয়েছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, তথ্য প্রযুক্তির যুগে স্বাস্থ্যসেবা দানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেটওয়ার্ক নেই এটি ভাবাই যায় না। তিনি সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।