রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আগামী ৪ জুন অনুষ্ঠিত হবার কথা মিরসরাই উপজেলায় অবশিষ্ট ৭ ইউনিয়নের নির্বাচন। গত ১৯ মে বৃহস্পতিবার ছিল সকল ইউনিয়নে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মীরসরাই উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন জানান, বৃহস্পতিবার দিনভর বিভিন্ন ইউনিয়ন থেকে উল্লেখযোগ্য হারেই প্রার্থীরা প্রত্যাহার করে নেয় তাদের প্রার্থিতা। উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর প্রত্যাহারের পর আ.লীগের প্রার্থী এনায়েত হোসেন নয়ন (নৌকা), ১০নং মিঠানালা ইউনিয়নে বিএনপির এডভোকেট শাখাওয়াত হোসেন মানিক ও স্বতন্ত্র শেখ সায়েম প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় খায়রুল আলম খায়ের (নৌকা), ১১নং মঘাদিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুল আলম (ধানের শীষ) প্রত্যাহার করে নেয়ায় আ.লীগের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন মাস্টার (নৌকা) ও ১৪নং হাইতকান্দি ইউনিয়নে বিএনপি প্রার্থী আবু তাহের মাসুদ (ধানের শীষ) প্রার্থিতা প্রত্যাহার করায় আ.লীগের প্রার্থী জাহাঙ্গির কবির চৌধুরী (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার আরো জানান, এছাড়া বিভিন্ন ইউনিয়নে ৩৭ জন মেম্বার ও সংরক্ষিত মহিলা পদে ১০ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে করেরহাট ইউনিয়নের সকল ওয়ার্ডেই সদস্য ও মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। বর্তমানে ৭টি ইউনিয়নে সর্বমোট ৮৪ জন মেম্বার প্রার্থীর মধ্যে ৪৭ জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে ১২ জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশেষে ৪ জুনের নির্বাচনে অবশিষ্ট ৩টি ইউনিয়ন খৈয়াছরা, মায়ানী ও ওয়াহেদপুরে চেয়ারম্যানসহ সকল পদে, মঘাদিয়া, মিঠানালা ও হাইতকান্দিতে শুধুমাত্র মেম্বার পদে ভোট অনুষ্ঠিত হবে। ১নং করেরহাট ইউনিয়নে আর নির্বাচনই অনুষ্ঠিত হবে না। অবশিষ্ট প্রতিদ্বন্দ্বিরা হলেন- ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী (নৌকা), মোঃ গিয়াস উদ্দিন (ধানের শীষ), ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার কবির আহমদ নিজামী (নৌকা), নুর হোসেন (ধানের শীষ), ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ (নৌকা), বর্তমান চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম (ধানের শীষ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।