Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনের গোলে জুভেন্টাসের রক্ষা

সেরি আ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১:৪৪ এএম | আপডেট : ১:৫০ এএম, ৩১ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক বিরতি থেকে ফেরাটা চ্যাম্পিয়নসুলভ হলো না জুভেন্টাসের। লিগে টিকে থাকার জন্য লড়তে থাকা এম্পোলির বিপক্ষে জয় পেতে বেগ পোহাতে হয়েছে সেরি আ জায়ান্টদের। শেষ পর্যন্ত ইতালির তরুণ স্ট্রাইকার মইজে কেনের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

শনিবার তুরিনের আলিয়েঞ্জ স্টেডিয়ামে সফরকারী এম্পোলিকে ১-০ গোলে হারায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে বদলি নামার তৃতীয় মিনিটের মাথায় মারিও মানজুকিচের পাস থেকে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী কেন।

আগের ম্যাচে জেনোয়ার মাঠে লিগ মৌসুমে প্রথম হারের স্বাদ নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যায় জুভেন্টাস। এক ম্যাচ বাদেই জয়ে ফিরে টানা অষ্টম লিগ শিরোপার পথে অনেকটা এগিয়ে গেল ‘ওল্ড লেডি’ খ্যাত দলটি। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে তারা ১৮ পয়েন্টে এগিয়ে। বাকি ৯ ম্যাচে ১৩ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে জুভাদের।

উরুর চোটের কারণে এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোর না থাকাটা আগে থেকেই নিশ্চিত ছিল। অনুশীলনে একই চোট নিয়ে ছিটকে পড়েন পাওলো দিবালাও। ঘরের মাঠে আক্রমণভাদের দুই তারকার অনুপস্থিতি ছিল স্পষ্ট। গতিহীন সাদামাটা ফুটবল যাকে বলে। বলের দখলেও তারা ছিল পিছিয়ে।

প্রথমার্ধে উল্লেখ করার মত একটা সুযোগ পায় তারা। ৩১তম মিনিটে মানজুকিচের নেওয়া হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় স্বাদগতিকরা। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে নেওয়া ফেদেরিকো বের্নাদেস্কির ভলি ক্রসবারে লাগে।

৬৯তম মিনিটে মাতুইদির বদলি নামের কেন। তিন মিনিট পরই তরুণ ফরোয়ার্ড পেয়ে যান গোলের দেখা। হেডে বাড়ানো মানজুকিচের বল সরাসরি শটে জালে পাঠিয়ে দেন ১৯ বছর বয়সী। আন্তর্জাতিক বিরতিতে ইতালির হয়ে ২ গোল করে আসা উঠতি ফরোয়ার্ডের লিগে এটি তৃতীয় গোল।

এম্পোলি জুভন্টাসের পোস্ট বরাবর কোন শটই নিতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ