নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ২-১ গোলে জেতা ইউনাইটেড ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
দারুণ এই জয় দিয়ে স্থায়ীভাবে কোচের দায়িত্ব পাওয়া ওলে গানার সুলশারকে বরণ করে নিল ইংলিশ লিগের প্রতাপশালী দলটি।
ম্যাচের ২৮তম মিনিটে র্যাশফোর্ডের দারুণ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। মাঝমাঠ থেকে লুক শয়ের লম্বা করে বাড়ানো বল দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে ডান পায়ের শটে পরাস্ত করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু সতীর্থের কর্নারের পর ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন ইউনাইটেডের ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া ওয়াটফোর্ড ইউনাইটেডের রক্ষণে চাপ দিতে থাকে কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি দলটি। উল্টো খেলার ধারার বিপরীতে ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ইউনাইটেড। জেসে লিনগার্ডের নিচু ক্রস থেকে দ্বিতীয় দফার প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন মার্সিয়াল।
৯০তম মিনিটে ফ্রান্সের আবদৌলাইয়া ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি ওয়াটফোর্ডের। লিগে ১২তম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
শনিবার আগের ম্যাচে বের্নার্দো সিলভা ও সার্জিও আগুয়েরোর গোলে ফুলহ্যামের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা ম্যানচেস্টার সিটি ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে। ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।