Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝুঁকিপূর্ণ লোহার খুঁটিতে বিদ্যুতের তার

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

পুঠিয়ায় পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লোহার খুঁটি দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ দেখার কেউ নেই। কর্তৃপক্ষের নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ লোহার খুঁটিগুলো দিয়ে বিদ্যুৎ সংযোগ পরিচালনা করায় যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন। সরাজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা চত্বরের কৃষিভবনের সামনে লোহার খুঁটিটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটিটির নিচের অংশে মরিচা ধরে তিন ভাগের দুইভাগ মরিচায় খেয়ে ফেলেছে। স্থানীয়ভাবে খুঁটিটির নিচের অংশে বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে। এছাড়াও উপজেলার ঝলমলিয়া হাট থেকে উত্তর দিকে যেতে নতুন কুঁড়ি কিন্টার গার্টেন স্কুল পর্যন্ত তিনটি লোহার খুঁটির মধ্যে একটি হেলে পরায় স্থানীয় এলাকাবাসী বাঁশ দিয়ে ঠেক দিয়ে রেখেছে এবং এর কিছু দূরে আর একটি লোহার খুঁটি গোড়া থেকে ভেঙে যাওয়ায় স্থানীয়রা খুঁটিটি মাটিতে পুতে রেখেছে ও আরো একটি খুঁটি একই অবস্থায় রয়েছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, দীর্ঘ দিন ধরে এই খুঁটিগুলি ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ করেও এর কোন সুরাহা হয়নি। খুঁটিগুলি কিন্টার গার্টেন স্কুলের সামনে হওয়ায় স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ খুঁটির সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। বিষয়টি পুল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্তৃপক্ষের দীর্ঘ দিন নজরদারীতে না আশায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পুঠিয়া জোনাল অফিসের ডিজিএম মজিবুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর খুঁটিগুলো তার অফিসের দায়িত্বরত কর্মকর্তারা পরিদর্শন করেছেন। খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ নয় বলে তিনি জানান। এছাড়াও পুঠিয়া উপজেলার চত্বরের কৃষি অফিসের সামনের খুঁটির বিষয়ে তিনি বলেন, এটি উপজেলা কর্তৃপক্ষের নিজস্ব বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুঁকিপূর্ণ লোহার খুঁটিতে বিদ্যুতের তার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ