বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে চার হাজার শয্যার হাসপাতাল গড়ার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। গতকাল (শনিবার) নিজ সংসদীয় আসনে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শনশেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপমন্ত্রী বলেন, হাসপাতাল তৈরির পর রোগী বৃদ্ধির অনুপাতে সুবিধা বাড়েনি। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যখাতে প্রচুর বিনিয়োগ করেছে। এর সুফল চট্টগ্রামবাসী পাচ্ছেন। এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।