Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে : উদ্ধার ২ নিখোঁজ ১

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বালু নদীতে তলিয়ে গেছে। এতে দুই নারীকে উদ্ধার করতে পারলেও এক যুবক নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুর্বাচল নতুন শহর প্রকল্পের ১নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঢাকার ধামরাই থানার ইসলামপুর এলাকার রবিউল আলমের মেয়ে জাকিয়া সুলতানা (২৫) ও ধানমন্ডি ১২নং রোডের ২৭ নং হাউজের আবিদ হাসানের মেয়ে সাদিয়া সিফাত দোলী (২৪) কে নিয়ে একটি প্রাইভেটকার যোগে ভোলানাথপুর এলাকায় ঘুরতে আসেন মাহমুদ জুয়েল নামের এক যুবক।
রাত সাড়ে ১০টার দিকে পুর্বাচল নতুন শহর প্রকল্পের ১নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় প্রাইভেটকারটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন জাকিয়া সুলতানা ও সাদিয়া সিয়াত দোলীকে উদ্ধার করতে পারলেও মাহমুদ জুয়েলকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শণ করে উদ্ধারে সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে প্রাইভেটকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ