Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির অনশন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। অনশন কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনে যাতে কোন বাধা না থাকে সেজন্য গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিএনপির পক্ষ থেকে বার বার দাবি করার পরও সরকার বেগম জিয়ার চিকিৎসার কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
অনশন কর্মসূচি থেকে বেগম জিয়াসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মুহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার সরোয়ার, এসএম আবুল ফয়েজ, জাহেদুল করিম কচি, কামরুল ইসলাম প্রমুখ। এদিকে দুপুর ১টায় অনশনরত দলীয় নেতাকর্মীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ