রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা
দরিদ্রতার কষাঘাত কোনভাবেই দমিয়ে রাখতে পারেনি আরিফা খাতুনকে। সামান্য সাইকেল মেরামতকারীর সন্তান হয়েও আরিফা তার মেধার স্বাক্ষর রেখেছে। ঝুপড়ি ঘরে কুপির আলোতে বসে লেখাপড়া করেও আরিফা চলতি বছর নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে জেএসসি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আরিফা উপজেলার কাজিরচক মালঞ্চি গ্রামের সাইকেল মেকার আবুল কালাম ও গৃহিণী নাজমা বেগমের দ্বিতীয় সন্তান। তার বড় বোনও এইচএসসি তে জিপিএ-৫ পেয়ে এখন ইংরেজিতে অনার্স পড়ছে। অদম্য মেধাবী শিক্ষার্থী আরিফা বড় হয়ে একজন ম্যাজিস্ট্রেট হতে চায়। সেজন্য এখন তার চাই ভালো কোন কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ। কিন্তু তাকে কে তার উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে পরিবারের কাছে এখন এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বড় বোনের অনার্স পড়া এবং অষ্টম শ্রেণীতে পড়–য়া একমাত্র ভাই আরিফুলের পড়ার খরচ চালাতেই হিমশিম খাচ্ছেন সাইকেল মেকার বাবা আবুল কালাম। সামান্য সাইকেল মেরামত করে সংসারের সবার মুখে দু’বেলার খাবার জোগার করাই তার জন্য অনেক কষ্টকর। তাই মেধাবী ছাত্রী আরিফা খাতুনের উচ্চ শিক্ষার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা কামনা করছেন তার বাবা-মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।