Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলানিয়া-ফাবিয়ানা বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গাইদোকে সমর্থন জোরালো করার উদ্যোগে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তিনি হুয়ান গাইদোর স্ত্রী ফাবিয়ানা রোসালেসকে দেশটির ফার্স্টলেডি হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন মার-এ লাগো অবকাশ যাপন কেন্দ্রে। হোয়াইট হাউস থেকে তাদের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউস ফাবিয়ানা রোসালেসকে ভেনিজুয়েলার ফার্স্টলেডি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মার-এ লাগো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র। এটি ফ্লোরিডায় অবস্থিত। সেখানেই মিলিত হয়েছিলেন মেলানিয়া ট্রাম্প ও ফাবিয়ানা রোসালেস। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। হোয়াইট হাউস থেকে শুক্রবার যে হ্যান্ডআউট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় জানালার বাইরে সারিবদ্ধ পাম গাছ। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন তারা। আরেকটি ছবিতে দেখা যায় সেলফি তুলছেন তারা। সেলফি তুলছেন ফাবিয়ানা। সেখানে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হয়নি। এপি’কে বলেছেন, দেখুন আমি ‘প্রেসিডেন্ট’ হুয়ান গাইদোর স্ত্রী। তিনি যে পন্থা অনুসরণ করবেন আমি তার সঙ্গেই থাকবো। আমরা অতীতে যেমন একসঙ্গে, একত্রিত হয়ে সব বাধা দূর করেছি, তেমনি আমাদের সামনে যে বাধাই আসুক তা অতিক্রম করবো। দেশকে পাল্টাতে চাই। তাই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমরা থেমে যাবো না। আমরা জীবন বাঁচাতে এবং মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিতে এ কাজ শুরু করেছি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ