রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ ইউনিয়নে ধানের শীষ প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহজাহান সাজু, নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে সদ্য আ.লীগে যোগদান করে নৌকা প্রতীক না পেয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন মো. আক্কাস আলী। নৌকার বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন (আনারস) বিগত কাকড়াজান ইউপি নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন এবং সে সময় বিজয়ী চারবারের চেয়ারম্যান শামসুল হক পান্না আ.লীগের মনোনয়ন না পেয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আনারসের পক্ষে কাজ করায়- এখানে নৌকা বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে নৌকার কর্মীরা জানায়, কাকড়াজান ইউনিয়নে নির্বাচন হবে নৌকা-ধানের শীষ কারণ কর্মী বাহিনী না থাকলে সর্বশেষ আনারস ভোট ধরে রাখতে পারবে না। কাকড়াজান ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৩শ’ ৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭শ’ ১৬ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৬শ’ ৭৫ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার ৯শ’ ৫৯ জন বেশি। নৌকা প্রতীকের পক্ষে যুবকরা কাজ করছে বয়স্ক-বৃদ্ধ লোক না থাকায় এলাকায় আলোচনা-সমালোচনা হচ্ছে। এ ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ধানের শীষ ও কয়েকটি আনারস বিজয়ী হবে। তবে নৌকা কোন কেন্দ্রে বিজয়ী হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। সাধারণ ভোটার ও দলীয় প্রার্থীদের কর্মীদের সাথে আলাপচারিতায় জানা যায়, ভোট অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ হলে কাকড়াজান ইউনিয়নে নৌকা-ধানের শীষ-আনারসের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।